বিরাটের বিরুদ্ধে রাখি সাওয়ান্তের অভিযোগ
আবার খবরের শিরোনামে রাখি সাওয়ান্ত। বলিউডের বিতর্কিত এই অভিনেত্রী এবার অভিযোগ তুললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে। বিরাটের বিরুদ্ধে একটি নয়, বরং একাধিক অভিযোগ এনেছেন এই গসিপ কুইন। সম্প্রতি একটি নিউজ পোর্টালে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন রাখি। সেখানে বিরাটকে তিনি মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকতে বলেছেন। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরেছে ভারত। আর এই হারের ব্যাখা দিয়ে রাখি বলেন, বিরাট কী হয়েছে তোমার। সারা দেশ তোমাকে ভালোবাসে। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মানুষ বাজি ধরে হেরে গেছে।
আমরা স্বপ্নেও ভাবিনি যে, ১৮০ রানে হেরে যাব। তোমার দলের খেলোয়াড়রা ফাইনালের আগে সারা রাত পার্টি করেছে। কী করে তাদের থেকে ভালো রান আশা করতে পারি। তোমার যকৃৎ ও ফুসফুস যদি ঠিকভাবে কাজ না-করে, তাহলে রান করতেই পারবে না। কোহলি তুমি মদ্যপান আর ধূমপানটা কমাও। রাখি এখানেই শেষ করেননি। তিনি আরও বলেন, কোহলি তুমি আমাকে ক্যাপ্টেন করে দাও। তোমার চোখকে অন্য কোথাও ঘুরতে দেব না। তবেই তুমি ভালো ক্রিকেট খেলতে পারবে।
রাখি কোহলি-কুম্বলের সম্পর্ক নিয়েও মন্তব্য করতে দুইবার ভাবেননি। তিনি বলেন, কুম্বলে পদত্যাগ করেছেন। এর মানেই তোমার সঙ্গে ওর কোনো সমস্যা হয়েছে নিশ্চই। এবার থেকে আমি সব ম্যাচে মাঠে থাকব। তাহলেই তুমি ভালো খেলতে পারবে। আমরা ধারাবাহিক ভাবে জিতছিলাম বলেই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলাম।
No comments