Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    আগামী মাসে রেমিট্যান্স ফি কমতে পারে: অর্থমন্ত্রী


    আগামী মাসে রেমিট্যান্স ফি কমানোর সম্ভাবনা রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রেরণ ফি বেশি হওয়ায় রেমিট্যান্স প্রবাহ কমে আসছে। প্রবাসী বাঙালিরা প্রবাসে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী হয়ে উঠায় তারা দেশে রেমিট্যান্স কম পাঠাচ্ছেন। আগামী মাসে রেমিট্যান্স প্রেরণ ফি কমানোর সম্ভাবনা রয়েছে। গতকাল সকালে সিলেট নগরীর নাইওরপুল এলাকায় সিটি করপোরেশনের একটি সৌন্দর্যবর্ধন ফোয়ারা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

    সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থ পাচার সারা দুনিয়াতেই হয়। তবে এর হার আমাদের একটু বেশি। এজন্য আমরাও দায়ী। আমরা এখানে জমির সরকারি মূল্য কমিয়ে রেখেছি। অর্থমন্ত্রী বলেন, কেউ এক কোটি টাকার জমি বিক্রি করলে সেখানে সরকারি দাম ৩০ লাখ, বাকি ৭০ লাখ কালো টাকা হয়ে যায়। তবে পাচার বন্ধে সরকার ব্যবস্থা নিতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগির জমির সরকারি দাম বাড়িয়ে বাজার দরে সামঞ্জস্য করা হবে। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad