পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা কলেজ বিক্ষোভে উত্তাল। আজ শনিবার সকাল থেকেই শিক্ষার্থীরা কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করে মিছিল সমাবেশ করে।
বেলা ১২টার দিকে নিউমার্কেট থানার ওসি জানান, শিক্ষার্থীরা সড়কের একদিকে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করছে। এদিকে, হামলার প্রতিবাদে বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। অপরদিকে, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চিকিৎসা চলছে। ঘটনার দিন বৃহস্পতিবার শাহবাগে পুলিশি হামলায় সিদ্দিকুরের দুই চোখ মারাত্মক জখমপ্রাপ্ত হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সিদ্দিকুর দৃষ্টিশক্তি নাও ফিরে পেতে পারেন।
No comments