প্রিয়াঙ্কার ‘নলিনী’ নিয়ে বিতর্ক
![]() |
প্রিয়াঙ্কা চোপড়া |
প্রিয়াঙ্কা চোপড়া রবীন্দ্রনাথ ঠাকুরের অকথিত প্রেমকথাকে নিয়ে বাংলা ও মারাঠি ভাষায় ‘নলিনী’ ছবিটি প্রযোজনা করছেন। ছবিটি হিন্দিতেও ডাব করা হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভালোবাসা ‘অন্নপূর্ণা’। ইংরেজির শিক্ষক বছর বিশেকের অন্নপূর্ণার প্রেমে পড়েন যুবক কবি। রবিঠাকুর তাঁর প্রথম প্রেমের নাম দেন ‘নলিনী’। কবি ‘নলিনী’কে নিজের জীবনের সঙ্গে বাঁধতে না পারলেও কবিতায় বেঁধে রেখেছিলেন। এ ঘটনায় নির্মিত ছবি ‘নলিনী’ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ‘কবি ও নলিনী’র ভালোবাসা নিয়ে প্রিয়াঙ্কা প্রযোজিত এই ছবির কিছু দৃশ্য নিয়ে রীতিমতো বিরক্ত। ছবিতে থাকা দুটি চুম্বন দৃশ্য যদি বাদ দেওয়া না হয়, তাহলে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও জানিয়েছে বিশ্বভারতী।
No comments