Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    দেশের মানুষ আজ ভালো নেই : এরশাদ


    সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি সবসময়ই মানুষকে ভাত দেওয়ার রাজনীতি করে। দেশের মানুষ আজ ভালো নেই। চারদিকে শুধুই হাহাকার। আওয়ামী লীগ কিংবা বিএনপির আমলে মানুষ শান্তিতে নেই। নিত্যদিন খুন, গুম ও ধর্ষণসহ দেশে নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। গতকাল ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টোলপ্লাজা এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে ওসমানী নগর জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এরশাদ এ কথা বলেন। 

    তিনি বলেন, বিগত দিনে আমি সিলেটে যা উন্নয়ন করেছি তা রংপুরে করিনি। আমি রংপুরের মানুষ হয়েও সিলেটের মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে আপনাদের পাশে এসেছি। কর্নেল এমএজি আতাউল গনি ওসমানীকে আমি মনেপ্রাণে ভালোবাসতাম ও পিতার মতো শ্রদ্ধা করতাম বলেই আমার সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে। সিলেটের বিমানবন্দর ও সরকারি হাসপাতালসহ শিক্ষাপ্রতিষ্ঠান আমি ওসমানীর নামে নামকরণ করেছি। মানুষ এখন নিজেদের নিয়ে ব্যস্ত উল্লেখ করে এরশাদ বলেন, দেশে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে কারও কিছু যায়-আসে না; কিন্তু আমি মানুষের কষ্ট দেখে ঘরে বসে থাকতে পারি না। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষসহ দেশের সাধারণ মানুষের জন্য আমার মন কাঁদে। দেশের মানুষ আজ ভালো নেই, তাদের মধ্যে শুধুই হাহাকার। এরশাদ বেলা ১১টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে অবতরণ করে সভামঞ্চে ওঠেন। অবতরণের আগে হেলিকপ্টার দিয়ে তিনি বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন। ১২টা ২০ মিনিটে এরশাদ বক্তব্য শুরু করে ৫ মিনিটে বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার এমপি বলেন, জাতীয় পার্টির সরকারের আমলের মানুষ কম দামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পেয়েছে। কিন্তু পরবর্তী সরকারগুলো মানুষকে ভাতে মারছে। ওসমানীনগর উপজেলা জাপার সভাপতি সুফি মাহমুদের সভাপতিত্বে ও সিলেট জেলা পরিষদের সদস্য ওসমানীনগর উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক আশিক মিয়ার পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আক্তার, জিয়াউদ্দিন বাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ মুনিম চৌধুরী ও জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান। সভায় আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী, সিলেট জেলা জাপার যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম খান, ওসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ময়নূল হক চৌধুরী ও ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুর রব।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad