ম্যাথুজদের জরিমানা
স্লো ওভার-রেটের কারণে জরিমানা করা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজদের। গতকাল হাম্বানতোতায় অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ। এই ম্যাচে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করে তারা। এজন্য ম্যাচ রেফারি ক্রিস ব্রড অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে ম্যাচ ফি’র ২০ শতাংশ ও তার সতীর্থদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেন।
ম্যাথুজ তার দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন এজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ওয়ানডেতে আগামী ১২ মাসের মধ্যে যদি ম্যাথুজের অধিনায়কত্বে শ্রীলঙ্কার স্লো ওভার-রেটের ঘটনা ঘটে তাহলে ম্যাথুজকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।
সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। হাম্বানতোতায় সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৮ ও ১০ জুলাই। - নিজস্ব প্রতিবেদক, সংবাদ প্রতিদিন
No comments