পঞ্চগড়ে নকল চা কোম্পানির সন্ধান
পঞ্চগড়ে নকল চা প্যাকেটজাতকরণ কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নীলফামারি র্যাব-১৩ ও সদর থানা পুলিশের সহযোগিতায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, জেলা শহরের কায়েতপাড়া মহল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে মির্জাপুর চায়ের আদলে মিরপুরী চা, নকল তৃপ্তি টি ও সিটি গোল্ড নামের মোড়কে চা প্যাকেট করে বাজারজাত করার অভিযোগে ফজলুল করিম নামের নকল চা কম্পানির মালিককে নগত ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাথী ও মনি সুপার আইসক্রিম কারখানায় আইসক্রিমের নকল মোড়ক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হেলাল উদ্দিন পরিচালিত অভিযানে নীলফামারি র্যাব-১৩ এর সার্জেন্ট পরিমল, সদর থানার এসআই মোকাদ্দেস, ক্যাব প্রতিনিধি আনিছুর রহমান উপস্থিত ছিলেন। অভিযান শেষে নকল চা কোম্পানি থেকে উদ্ধারকৃত কয়েক হাজার চায়ের নকল মোড়ক পোড়ানো হয়।
No comments