Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    আত্মহত্যাকে নিরুৎসাহিত করতে লিনকিন পার্কের ওয়েবসাইট


    মার্কিন ব্যান্ড দল লিনকিন পার্কের গায়ক চেস্টার ব্যানিংটন আত্মহত্যা করার পর তার স্মৃতি রক্ষার্থে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। লিনকিন পার্ক মূলত আত্মহত্যাকে নিরুৎসাহিত করার জন্যই এ উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ জুলাই) চেস্টার ব্যানিংটনের বাসা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

    মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা রুখতে চালু করা এই ওয়েবসাইটের নাম chester.linkinpark.com। উক্ত ওয়েবসাইটে আত্মহত্যা দমনের তথ্য এবং মার্কিন সুইসাইড প্রিভেনশন লাইফলাইন এবং ক্রাইসিস টেক্সট লাইনের তথ্য রয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেস্টার ব্যানিংটনের ভক্তরা সেখানে তাকে শ্রদ্ধা জানাতে পারবেন।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad