Home
/
অপরাধ
/
চট্টগ্রাম
/
নোয়াখালী
/
শেষ-পাতা
/
সারাদেশ
/
লক্ষ্মীপুরে কলেজছাত্রী অপহরণ, গ্রেপ্তার ৫
লক্ষ্মীপুরে কলেজছাত্রী অপহরণ, গ্রেপ্তার ৫
লক্ষ্মীপুর পৌরসভার আবিরনগর এলাকায় বাড়ি থেকে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে এ ঘটনার পর গতকাল রোববার দুপুরে ছাত্রীটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তবে তাঁদের নাম জানায়নি পুলিশ।
কলেজ ছাত্রীর মা বলেন, তাঁদের বাড়ির পাশের নির্মাণ শ্রমিক হেলাল উদ্দিন দীর্ঘ দিন থেকে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার রাত সাড়ে ১১টার দিকে হেলাল উদ্দিন ও তাঁর সঙ্গে আসা ১৫-২০ জন লোক তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। সদর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রীটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
No comments