কাবুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫
আফগানিস্তানের রাজধানীতে কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় অন্তত ৪২ জন আহত হয়েছেন।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৪ জন বলে জানানো হয়েছিল। পরে সরকারি এক দায়িত্বশীল কর্মকর্তাগণ নিহতের সংখ্যা ৩৫ বলে স্বীকার করেন।
সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় পশ্চিম কাবুলে এ ঘটনা ঘটে। এ বোমা হামলার ঘটনায় তালেবান দায় স্বীকার করেছে।
ঘটনার পর পুলিশ ওই এলাকাটি ঘিরে রেখেছে। হাজারা সম্প্রদায় অধ্যুষিত ওই এলাকায় দেশটির ডেপুটি চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ মোহাক্বীক বসবাস করেন। কিন্তু কী কারণে এ হামলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে গত ছয় মাসে আত্মঘাতী হামলায় ১৬৬২ জন নাগরিক নিহত হয়েছেন।
No comments