জামালপুরে যমুনার পানি কমতে শুরু করলেও জনদুর্ভোগ কমেনি
জামালপুরে যমুনার পানি কমতে শুরু করলেও জনদুর্ভোগ কমেনি...
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানিয়েছেন, জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ৮ সেন্টিমিটার কমে আজ শনিবার সকালে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এদিকে, শুক্রবার একই পয়েন্টে যমুনার পানি ছিল বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপরে। ২৪ ঘন্টায় পানি কমেছে ৮ সেন্টিমিটার। পানি কিছুটা কমলেও বন্যা দুর্গত এলাকার পানিবন্দী মানুষের দুর্ভোগ কমেনি। এক সপ্তাহের বেশী সময় ধরে পানিবন্দী থাকায় ঘরে খাবার নেই, কাজ নেই, নেই বিশুদ্ধ পানি। তার ওপর পানিবাহিত নানা রোগ অসহায় করে তুলেছে তাদের। বিশেষ করে বন্যা কবলিত এলাকায় ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে।
এ ব্যাপারে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন জানিয়েছেন, বন্যা দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার নতুন করে ২০০ মেট্রিক টন চাল, নগদ আড়াই লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে।
এছাড়া জামালপুর জেলা সিভিল সার্জন ডা: মোশায়ের-উল-ইসলাম জানিয়েছেন, জেলায় ৭৭টি মেডিকেল টিম কাজ করছে।
No comments