Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    আইএস প্রধান বাগদাদিকে মৃত ঘোষণা


    মধ্যপ্রাচ্যভিত্তিক কথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বাকার আল-বাগদাদি নামে পরিচিত ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম আলী আল-বদরি আল-সামারাই এর মৃত্যুর খবর ঘোষণা করেছেন সিরিয়ার পর্যবেক্ষকেরা।

    মঙ্গলবার (১১ জুলাই) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়। তবে তারা নিশ্চিত নন যে কখন, কীভাবে তিনি মারা গেছেন।

    এএফপির খবরে জানানো হয়, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান এএফপিকে বলেন, আইএসের শীর্ষ কমান্ডার ইরাক সীমান্তে সিরিয়ার দিয়ার এজ্জর প্রদেশের কাছে আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়েছে।

    ২০১১ সালের অক্টোবরে আল বাগদাদিকে ধরিয়ে দেয়ার জন্য ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে তাকে সন্ত্রাসী বলে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

    ২০১৪ সালের ২৯ জুন আইএস যোদ্ধারা মসুল শহর ও তার চারপাশ থেকে ইরাকের সরকারি বাহিনীকে সম্পূর্ণভাবে বিতাড়িত করে মসুল শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে জঙ্গি গোষ্ঠী আইএস তাদের 'খেলাফত' প্রতিষ্ঠা হয়েছে বলে ঘোষণা দিয়েছিল।

    উল্লেখ্য, ২০১৪ সালে মসুল শহরের গ্র্যান্ড আল নুরি মসজিদে আইএস প্রধান আবু বকর আল বাগদাদির খুৎবা দেওয়ার এক ভিডিও প্রকাশ পায়। ওই ভিডিওর পরে আল বাগদাদির কোনো কথা শোনা যায়নি।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad