'ফরহাদ মজহার অপহরণ নাটক করতে গিয়ে ধরা খেয়েছেন'
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ফরহাদ মজহার অপহরণ নাটক করতে গিয়ে ধরা খেয়েছেন।
আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় সংসদ সদস্য নবী নেওয়াজ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।
মোজাম্মেল হক বলেন, সরকারকে নাজেহাল করার জন্য ফরহাদ মজহার অপহরণ নাটক সাজিয়েছিলেন। তার মুখোশ খুলে গেছে। সরকারকে অপ্রস্তুত করার জন্য পরিকল্পিতভাবে এ ষড়যন্ত্র করা হয়েছিল বলে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব ষড়যন্ত্র নস্যাৎ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ সুবিধা প্রদানসহ সর্বোচ্চ সম্মান নিশ্চিত করেছেন।
মন্ত্রী আরও বলেন, যারা মেধাবী, আগামীতে তারাই প্রশাসন চালাবে, তাদের সঠিক ইতিহাস জানতে হবে। এ জন্য বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মুক্তিযুদ্ধ ও মুক্তিসংগ্রাম নিয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।
No comments