লর্ডসে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড
লর্ডস টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। বৃহস্পতিবার দিন শেষে ইংলিশদের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ৩৫৭ রান। অধিনায়ক জো রুট ১৮৪ রান করে অপরাজিত আছেন। ৬১ রান করে অপরাজিত আছেন মঈন আলী। আজ ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।
গতকাল শুরু হয়েছে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে ইংলিশরা।
দলীয় ১৪ রানে ফিরে যান ওপেনার অ্যালেস্টার কুক। দলীয় ১৭ রানে ফেরেন অপর ওপেনার কিটন জেনিংস। এরপর দলীয় ৪৯ রানে ফেরেন গ্যারি ব্যালান্স। দলীয় ৭৬ রানে আউট হন জনি বেয়ারস্টো।
তারপর ১১৪ রানের পার্টনারশিপ গড়েন জো রুট ও বেন স্টোকস। দলীয় রান যখন ১৯০ তখন সাজঘরে ফেরেন বেন স্টোকস। ফেরার আগে তিনি করেন ৫৬ রান। এরপর ১৬৭ রানের পার্টনারশিপ গড়ে দিন শেষে অপরাজিত থাকেন জো রুট ও মঈন আলী।
গতকাল থেকে ইংলিশ ক্রিকেটে শুরু হয়েছে রুট যুগ। এই ম্যাচের মাধ্যমে টেস্ট ক্রিকেটে ৮০তম অধিনায়ক হিসেবে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিতে নেমেছেন জো রুট। অ্যালেস্টার কুক পদত্যাগ করার পর সাদা পোশাকের ক্রিকেটে রুটকে অধিনায়ক করে ইংল্যান্ড। অধিনায়কত্ব ছেড়ে দিলেও টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন কুক।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৫৭/৫ (৮৭ ওভার)
(অ্যালেস্টার কুক ৩, কিটন জেনিংস ৮, গ্যারি ব্যালান্স ২০, জো রুট ১৮৪*, জনি বেয়ারস্টো ১০, বেন স্টোকস ৫৬, মঈন আলী ৬১*; মরনি মরকেল ১/৬৪, ভারনন ফিল্যান্ডার ৩/৪৬, কাগিসো রাবাদা ১/৯৪, কেশভ মহারাজ ০/১০৭, থিউনিস ডি ব্রুইন ০/৩০, টেম্বা বাভুমা ০/১৪)। - নিজস্ব প্রতিবেদক, সংবাদ প্রতিদিন
No comments