Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    বাধা পেরিয়ে অবশেষে লন্ডন গেলেন ইলিয়াস পত্নী লুনা


    আদালতের নির্দেশের পর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস অালীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা লণ্ডনে গেলেন। আজ বুধবার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ফ্লাই করেন।
    এরআগে গত রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন যেতে চাইল সেদিনও ইমিগ্রেশন পুলিশের বাধায় যেতে পারেননি।
    তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ইলিয়াস অালীর স্ত্রীর বরাত দিয়ে জানান,  আজ সকাল ১০ টার ফ্লাইটে লন্ডন যেতে চাইলে প্রথমে তাকে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে যেতে দেয়া হয়।
    শায়রুল কবির জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদির লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। সেখানে তার আনুষ্ঠানিক সম্মেলনে উপস্থিত থাকার কথা তাহসিনা রুশদির।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad