ছিনতাইকারীর হাতেই এএসপি মিজানুর খুন : পুলিশ
সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদারকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, ওই হত্যাকাণ্ডের পেছনে ছিল ছিনতাইয়ের ঘটনা।
গত ২১ জুন সকালে রাজধানীর রূপনগর বেড়িবাঁধসংলগ্ন বিরুলিয়া ব্রিজের কাছে রাস্তার পাশে গলায় কাপড় পেঁচানো অবস্থায় মিজানুর রহমানের লাশ পাওয়া যায়। পঞ্চাশোর্ধ্ব মিজানুর হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের সাভার সার্কেলের দায়িত্বে ছিলেন। এ ঘটনায় মিজানুরের ছোট ভাই মাসুম তালুকদার রূপনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, সে দিন ভোরে সেহেরি খাওয়ার পর সাধারণ পোশাকে উত্তরার বাসা থেকে কর্মস্থল সাভারের উদ্দেশে রওনা হয়েছিলেন এএসপি মিজানুর। যে জায়গায় তার লাশ পাওয়া গেছে, বাসা থেকে তা গাড়িতে ১৫ থেকে ২০ মিনিটের পথ।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ইউসূফ আলী জানান, গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার রাতে টঙ্গী এলাকা থেকে শাহ আলম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
No comments