Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    গুলশান হামলার আরেক পরিকল্পনাকারী গ্রেফতার

    Daily-sangbad-pratidin-gulshan

    রাজধানীর গুলশানে হলি আর্টিসানে হামলার আরেক ‘পরিকল্পনাকারী’ নব্য জেএমবির রাশেদ ওরফে আবু জাররাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নাটোর থেকে বগুড়া জেলা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
    বগুড়া পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান সংবাদ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে। আজই (শুক্রবার) তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
    উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে দেশের সবচেয়ে ভয়াবহ ওই জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে প্যারা কমান্ডো অভিযান চালানো হয়। ‘অপারেশন থান্ডার বোল্ট’ নামে ওই অপারেশনে নিহত হয় ৫ জঙ্গি।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad