Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    একনেক বৈঠকে ৯ প্রকল্পের অনুমোদন, ব্যয় ৬৩৯৩ কোটি টাকা


    ৬৩৯৩ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
    সভায় মোট ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুদিনের প্রত্যাশিত ২৮৭ কোটি ১৩ লাখ ৮৯ হাজার টাকার অধিকতর উন্নয়ন মেগা প্রকল্পটি অনুমোদন দেয়নি একনেক সভা।
    জবির ওই প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিলো কেরানীগঞ্জে জবির নিজস্ব সাড়ে সাত একর জমির ওপর একটি ২০তলা একাডেমিক ভবন নির্মাণ ও এক হাজার আসন বিশিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ছেলেদের আবাসিক হল নির্মাণ।
    অনুমোদন না দেওয়া প্রসঙ্গে একনেক সভা জানায়, কেরানীগঞ্জে একাডেমিক ভবন ও হল নির্মাণ না করে মাস্টার প্ল্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কাছে অবকাঠামো নির্মাণ করতে হবে। প্রকল্পটি পুনর্গঠন করে আনার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয় একনেক সভা।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad