Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    আশা জাগিয়ে সাজঘরে মুশফিক

    Daily_Sangbad_Pratidin_ershad.jpg

    দলের বিপদের মুহূর্তে হাল ধরেছিলেন। মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটিটি স্বপ্নও দেখাচ্ছিল বাংলাদেশকে। তবে দলকে পুরোপুরি বিপদমুক্ত না করেই বিলাসী এক শট খেলে বসলেন মুশফিকুর রহীম। ধনঞ্জয়ার বলটি সুইপ করতে গিয়ে তুলে দিলেন উপুল থারাঙ্গার হাতে। ৪০ বলের ধৈর্যশীল ইনিংসে মাত্র ১টি বাউন্ডারি হাঁকিয়েছেন মুশফিক। করেছেন ২২ রান। কিন্তু দলের বিপদের মুহূর্তে এমন একটি ইনিংস খেললেও দায়িত্ব নিয়ে শেষটা করে যেতে পারলেন না উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। মাহমুদউল্লাহ অপরাজিত আছেন ৩৯ রানে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ৪ উইকেটে ৮২ রান।
    ২২ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছেন মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ। তৃতীয় উইকেটে তারা গড়েন ৫৮ রানের জুটি। চোটের কারণে সাকিব আল হাসানের ব্যাটিংয়ে নামা নিয়ে অনিশ্চয়তা। ফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুরুতেই আরেক ব্যাটিং ভরসা তামিম ইকবালের উইকেটটিও হারিয়েছে বাংলাদেশ। টাইগার ওপেনার অনেকটা সময় বল খরচ করে সেট হতে চেয়েছেন। কিন্তু শেষপর্যন্ত লোভ সামলাতে পারেননি। দুষ্মন্ত চামিরার বাউন্সি এক ডেলিভারি পুল করতে গিয়ে বল বাতাসে ভাসিয়ে দিয়েছেন তামিম। ১৮ বলে মাত্র ৩ রান করে ধনঞ্জয়া ডি সিলভার ক্যাচ হয়ে ফিরেছেন তিনি। এরপর ১০ রান করে রানআউটের ফাঁদে পড়েছেন মোহাম্মদ মিঠুন। বিপদে আরও একবার ব্যর্থ সাব্বির রহমান। দুষ্মন্ত চামিরাকে পুল করতে গিয়ে গুনারত্নের ক্যাচ হয়ে ফিরেছেন তিনি। ডানহাতি এ ব্যাটসম্যান করেন মাত্র ২ রান।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad