Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    ২০ বছর পর টাইটানিকের সেই জ্যাক-রোজের অন্তরঙ্গ মুহূর্ত

    Daily_Sangbad_Pratidin_Tatanic-Movie_Jack_Rose.jpg

    ‘টাইটানিক’র জ্যাক ও রোজের মিলনকে ঠিক এই নামটাই দিতে চাইছে বিশ্ব সিনেজগত। সম্প্রতি ফ্রান্সের সেন্ট ট্রপেজে ছুটি কাটাতে গিয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উইন্সলেট।
     
    তাদের ছুটির ছবি ভাইরাল হয়েছে অনলাইনে। ২০ বছর আগে সিনে পর্দায় জুটি বেঁধেছিলেন লিও ও কেট। তখন থেকেই তাঁদের অফস্ক্রিন রোম্যান্স নিয়ে বহু গসিপ শোনা গিয়েছিল।
     
    তাদের সম্পর্কের গভীরতা কতটুকু, তা নিয়ে অবশ্য কেউই মুখ খোলেননি। বরাবরই অধরা থেকেছে তাদের ভালবাসা কিংবা বন্ধুত্বতা। 

    Daily_Sangbad_Pratidin_Tatanic-Movie_Jack_Rose1.jpg

    তাদের সাম্প্রতিক ছুটির ছবি সেই ভক্তদের সেই কল্পনা-ভাবনাকে আরো বাড়িয়ে দিয়েছে। তবে কেট ও লিও যে ভাল বন্ধু তা নিজেরাই একাধিকবার প্রকাশ্যে স্বীকার করেছেন। কিন্তু এবারের ছুটির ছবিতে কি ভিন্নকোন গল্প বলতে চাইছে! প্রশ্নটা না হয় থেকেই যাক!

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad