Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    ঈদে ছোট পর্দায়ও শাকিব-বুবলি

    Daily_Sangbad_Pratidin_sakib_bubli1.jpg

    আসন্ন ঈদুল আজহায় বড় ও ছোট, দুই পর্দাতেই থাকছেন শাকিব খান ও বুবলি। এবারের ঈদে মুক্তির মিছিলে আছে এ জুটির দুটি ছবি— ‘রংবাজ’ এবং ‘অহংকার’। ছবিগুলোর প্রচারণার অংশ হিসেবে টিভি অনুষ্ঠানেরও অতিথি হয়েছেন তারা।

    ‘এবং শাকিব খান’ নামের একটি অনুষ্ঠানে দেখা যাবে দু’জনকে। অনুষ্ঠানে শাকিব কথা বলেছেন তার অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে। অন্যদিকে বুবলি জানিয়েছেন নিজের চলচ্চিত্র ভাবনা ও আগামীর পরিকল্পনার কথা। একইসঙ্গে দু’জনে কিছুক্ষণ নেচেছেনও।

    ‘এবং শাকিব খান’ উপস্থাপনা করেছেন মারিয়া নূর। আরটিভিতে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন (৩ ও ৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজনায় সোহেল রানা বিদ্যুৎ।

    Daily_Sangbad_Pratidin_sakib_bubli.jpg

    গত বছরের কোরবানি ঈদে শাকিবের সঙ্গে বুবলির অভিষেক হয় ‘বসগিরি’ ছবির মাধ্যমে। একই ঈদে মুক্তি পায় এ জুটির ‘শুটার’। প্রায় এক বছর পর আবার ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে তাদের নতুন দুই ছবি।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad