Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    সবার সেরা সালমানের সুলতান

    Daily_Sangbad_Pratidin_salman_khan.jpg

    বলিউড সুপারস্টার সালমান খানের ছবি ‘সুলতান’ মুক্তি পেয়েছিলো গেল রোজা ঈদে। গল্প এবং তারকাদের অভিনয় দক্ষতায় বক্স অফিসে বেশ ভালো সাফল্য দেখিয়েছে ছবিটি। দর্শক-সমালোচক সকলেরই মন জয় করে নিয়েছিলো সালমানের ‘সুলতান’।

    তবে এবার আরো একটি স্বীকৃতি পেলো ছবিটি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ১০ বছর পূর্তি উপলক্ষে টুইটার কর্তৃপক্ষ একটি সর্বাধিক হ্যাশট্যাগের তালিকা প্রকাশ করে। যেখানে প্রথম ভারতীয় ছবি হিসেবে সর্বাধিক হ্যাশ ট্যাগ তালিকার শীর্ষে রয়েছে ‘সুলতান’।

    এছাড়া এ তালিকার দ্বিতীয় স্থানে আছে রিয়েলিটি শো ‘বিগ বস’ ও ক্রিকেট শো আইপিএল’র নাম। আলি আব্বাস জাফর পরিচালিত সালমানের ‘সুলতান’ ছবিটিতে তার বিপরীতে ছিলেন আনুশকা শর্মা। ছবিটিতে একজন কুস্তিগীরের ভূমিকায় দেখা গিয়েছিলো বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর বয়’কে।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad