পদ্মা সেতু দুর্নীতি: কমিশন গঠন না করায় হাইকোর্টের ক্ষোভ
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে এখন পর্যন্ত কমিশন গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট।
হাইকোর্ট বলে, গত ফেব্রুয়ারি মাসে এ বিষয়ে আদেশ দেয়া হয়েছিল। কমিশন গঠন না করে বিষয়টি চিঠি চালাচালির পর্যায়ে রয়েছে। এখনো কমিশন গঠন হয়নি।
এ পর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস বিশ্বাস বলেন, এ অল্প সময়ের মধ্যে এটি সম্ভব হয়নি। এ কারণেই সময় নেয়া হয়েছে।
আদালত বলে, একটি কমিশন গঠন করতে কত দিন লাগে? ছয় মাসেও কি এটি সম্ভব নয়?
এরপর আদালত ৩১ আগস্ট দিন ধার্য করে দেয়। এ সময়ের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়।
No comments