Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

    Daily_Sangbad_Pratidin_dhaka_ctg.jpg

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি গোমতী ব্রিজের পশ্চিম প্রান্ত থেকে মেঘনা ব্রিজের টোল প্লাজা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

    মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মেঘনা ব্রিজের উপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
    মেঘনা ব্রিজে যানজট নিরসনে দায়িত্বপালনকারী হাইওয়ে পুলিশের উপ-পরির্দশক (এসআই) সাফুর আহমেদ জানান, ট্রাক বিকল ছাড়াও ব্রিজে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করায় যানজট সৃষ্টি হয়েছে। তবে তা স্থায়ী হচ্ছে না।
    Daily_Sangbad_Pratidin_dhaka_ctg1.jpg

    গত কয়েকদিন ধরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ মহাসড়কে চলাচলকারী যাত্রীদের।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad