রাশিয়ার সঙ্গে গঠনমূলক কাজে আগ্রহী ট্রাম্প
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পর উভয় দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় দেশ একত্রে আরও গঠনমূলক কাজ করতেও আগ্রহী বলে জানান ট্রাম্প। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রয়টার্স।
ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও মার্কিন প্রশাসনের অভ্যন্তরে এর বিরোধীতা রয়েছে। বিভিন্ন মার্কিন গোয়েন্দা সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়া যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালিয়েই যাবে।
সিরিয়ায় একটি যুদ্ধবিরতি চুক্তিতেও উভয় পক্ষতে সম্মত করতে সক্ষম হয়েছেন ট্রাম্প ও পুতিন। এ বিষয়ে ট্রাম্প বলেন, 'আমরা সিরিয়ার একটি অংশে যুদ্ধবিরতি করতে সক্ষম হয়েছি। এতে করে অনেক মানুষের জীবন বাঁচবে। এখন রাশিয়ার সঙ্গে আরও গঠনমূলকভাবে কাজ করে যাওয়ার সময়। '
জি-২০ সম্মেলন থেকে ফেরার পর থেকেই পুতিনের সঙ্গে পারস্পরিক নানা বিষেয়ে নরম অবস্থানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সমালোচনা হচ্ছে। তবে বিভিন্ন টুইটে নিজের অবস্থান পরিষ্কার করছেন ট্রাম্প।
No comments