Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    হবিগঞ্জে ৪ শিশু হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড


    হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ২ জনকে ৭ বছেরর কারাদণ্ড দেয়া হয়। ৩ জন খালাস পেয়েছেন। বুধবার (২৬ জুলাই) সকালে আদালত এ রায় ঘোষণা করেন।

    ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

    নিখোঁজের ৫ দিন পর ইছাবিল থেকে তাদের বালিচাপা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাহুবল থানায় নয়জনের বিরুদ্ধে মামলা করেন মনির মিয়ার বাবা আবদাল মিয়া। মামলার পর দীর্ঘ শুনানি শেষ আদালত বুধবার এ রায় দেন।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad