Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    শর্মিলা ঠাকুরের সঙ্গে নাচবেন তারা


    বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে নাচবেন তারিন, নিপুন, নাদিয়া ও চাঁদনী। 'শর্মিলা ঠাকুর- জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা' অনুষ্ঠানে তারা একসঙ্গে পারফর্ম করবেন। বসুন্ধরার কনভেনশন সিটির গুলনকশা হল থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
    ১৫ জুলাই আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন। প্রযোজনা করছেন  ফয়সাল মাহমুদ ও রুমানা আফরোজ।  সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad