Thursday, January 23.

Header Ads

728x90_11

দেশে কোথাও বন্যা হয়নি : পানিসম্পদমন্ত্রী

728x90_6
dailysangbad

দেশের কোথাও বন্যা হয়নি বলে দাবি করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, পদ্মা, মেঘনা ও যমুনার পানি একসঙ্গে বাড়লেই দেশে বন্যা দেখা দেয়। এখন শুধু যমুনার চর ডুবেছে। আজ বুধবার কৃষি ও পানি মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকরা বন্যা নিয়ে কোনো সমস্যার কথা বলেননি, তবে নদীভাঙনের প্রসঙ্গ তুলেছেন বলে জানান পানিসম্পদমন্ত্রী।
তিনি বলেন, নদীভাঙন আমাদের দেশে বাস্তবতা, তা মেনে নিতে হবে। মন্ত্রিপরিষদসচিবের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকের এক ঘণ্টার বৈঠক দুপুর ১২টা ৪৫ মিনিটে শেষ হয়েছে। সচিবালয়ে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী সম্মেলন শুরু হয় মঙ্গলবার (২৫ জুলাই) সকালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর থেকে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে কর্ম-অধিবেশন শুরু হয়। সম্মেলনে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নিচ্ছে। মোট ২২টি কর্ম-অধিবেশন হবে। সম্মেলনে মন্ত্রণালয়ভিত্তিক বিভিন্ন কর্ম-অধিবেশন চলছে। বুধবার এর দ্বিতীয় দিন। মাঠপর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন জেলা প্রশাসকরা।

No comments

Post Top Ad

Post Bottom Ad