গুজরাটে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৩
ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে পড়েছে ভারতের গুজরাট রাজ্যে। গতকাল মঙ্গলবার নতুন করে নয়জনের মৃতদেহ উদ্ধার হওয়ায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩। ইতিমধ্যেই রাজ্যের বন্যা খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে।
বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৩৬ হাজার বাসিন্দাকে। পরিস্থিতি সামলাতে একযোগে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও সেনাবাহিনীর সদস্যরা। এখনও পর্যন্ত অন্তত ১,৬০০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
No comments