Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    বিবাহ বিচ্ছেদের পোস্ট সরিয়ে নিয়েছেন তাহসান-মিথিলা


    তাহসান-মিথিলার বিবাহবিচ্ছেদ নিয়ে গত বৃহস্পতিবারে দেয়া পোস্ট ফেসবুক থেকে সরিয়ে নেয়া হয়েছে। শুক্রবার থেকে তাহসান ও মিথিলার অফিসিয়াল ফেসবুক পেজে বিবাহ বিচ্ছেদ নিয়ে দেয়া পোস্ট উধাও হয়ে গেছে।
    বৃহস্পতিবার যৌথভাবে ফেসবুকে দেয়া পোস্টে এই সেলিব্রেটি দম্পতি জানান, ‘কয়েক মাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।’
    ফেসবুকে এই পোস্টের পরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। তাহসানের ফেসবুক পেজের পোস্টটিতে কিছুক্ষণের মধ্যেই ২০ হাজারের মতো মন্তব্য আসে, ১০ হাজারের বেশি মানুষ পোস্টটি শেয়ার দেন। ধারণা করা হচ্ছে, বিব্রতকর এই পরিস্থিতির সম্মুখীন হয়ে তাহসান-মিথিলা ফেসবুক পোস্টটি সরিয়ে নেয়। এই বিষয়ে তাহসান ও মিথিলার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
    ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। ২০১৩ সালে তাদের ঘরে আসে একমাত্র সন্তান আইরা তেহরীম খান। 

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad