Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    ইনজুরিতে সাকিব

    সাকিব আল হাসান
    অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে টাইগারদের কন্ডিশন ক্যাম্প চলাকালে শনিবার এ ঘটনা ঘটে।
    যদিও চোট সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। শুধু জানা গেছে, ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার।  
    বিসিবি সূত্রে জানা গেছে, স্ক্যান করার পর সাকিবকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। এরপর রিপোর্ট পেলে জানা যাবে পুরোটা।  

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad