Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    সত্যিই আনন্দে প্রেম সোনমের?

    ইনস্টাগ্রামে সোনম কাপুরের সেই ছবি
    এমনিতেই কানাঘুষার শেষ নেই—বলিউড তারকা সোনম কাপুরের সঙ্গে নাকি দিল্লির ফ্যাশন উদ্যোক্তা আনন্দ আহুজার প্রেম। দুজনকে ঘিরে এই গুজবের শেষ হচ্ছে না। আর এরই মধ্যে সোনমের একটি ইনস্টাগ্রাম ছবির ক্যাপশন এবং তাতে আনন্দের মন্তব্য গুজবটাকে যেন সত্যি করে দিল। অথচ দুজনের কেউই সরাসরি নিশ্চিত করছেন না তাঁদের সম্পর্কের কথা।
    আনন্দ আহুজা
    নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সোনম লিখেছেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন মাকে জিজ্ঞেস করেছিলাম, আমি বড় হয়ে কেমন হব? সুন্দর হব দেখতে? মা বলেছিলেন, “যা-ই হও হবে, ভবিষ্যৎ আমরা দেখতে পাই না। যা-ই হও, হবে।” যখন আমি বড় হয়ে প্রেমে পড়েছি, তখন আমার সঙ্গীকে জিজ্ঞেস করেছি, সামনে কী হবে? আমরা কি দিনের পর দিন রংধনু দেখতে পাব? আমার সঙ্গী বলেছে, “যা-ই হয়, হবে। ভবিষ্যৎ আমরা দেখতে পাই না। যা-ই হয়, হবে”।’
    সেই পোস্টে আনন্দ আহুজাও মন্তব্য করেছেন। লিখেছেন, ‘ভালোবাসা ভালোবাসা ভালোবাসা!’ এর আগেও আনন্দ তাঁদের সম্পর্কের ব্যাপারে সংকেত দিয়েছেন। আনন্দ তাঁর ইনস্টাগ্রামে নিয়মিত সোনমের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad