Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    'রাজনীতিবিদরা প্রতিহিংসার মধ্যে জড়িয়ে পড়েছে'


    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'রাজনীতিবিদরা হানাহানি-প্রতিহিংসার রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছে।' এই সঙ্কট থেকে উত্তরণের জন্য তিনি সকলকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ার রাজনীতি করার আহ্বান জানিয়েছেন।
     
    শনিবার দুপুর ১টায় ঠাকুরগাঁও শহরের হাওলাদার কমিটিউনিটি সেন্টারে পিতা মরহুম মির্জা রুহুল আমীন স্মৃতি পরিষদের আয়োজিত সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ফখরুল নিজের পিতার রাজনৈতিক আদর্শকে স্মরণ করে বলেন, 'সেই সময়ে বাবা রাজনৈতিক প্রেক্ষাপটের বিপরীতে অবস্থান করলেও কখনই তিনি আমাকে বাঁধা দেননি।'
     
    এ সময় মির্জা রুহুল আমীন পরিষদের সভাপতি প্রফেসর আইয়ুব আলী, সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মির্জা রুহুল আমীন পরিষদের প্রকাশনা স্মরণিকার উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
     
    উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে মির্জা রুহুল আমীন মৎস্য-পশু সম্পদ ও কৃষি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দিলে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পান।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad