মুলাদীতে কৃষকে পিটিয়ে হত্যা
বরিশালের মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক আমজাদ কবিরাজকে (৭০) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ বুধবার সকাল ৮টায় এই ঘটনার পর আহত আমজাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় একই গ্রামের ওয়াজেদ হাওলাদারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
মুলাদী থানার ওসি (তদন্ত) সাইয়েদ আহমেদ তালুকদার বলেন, জমি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। বুধবার সকালে আমজাদ কবিরাজ ওই জমিতে হাল চষতে যান। এসময় ওয়াজেদ হাওলাদার লোকজন নিয়ে বাঁধা দেন। কথাকাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে বৃদ্ধ আমজাদ কবিরাজকে আহত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিত্সক প্রসনজিৎ সাহা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, ঘটনার পর পুলিশ গিয়ে ওয়াজেদ হাওলাদারসহ ৫ জনকে আটক করে। এঘটনায় মামলা দায়ের করা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।
No comments