শাহজালালে হজ ফ্লাইটে আগুন
আজ মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণ আগে সাউদিয়া এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে হজযাত্রী সূ্ত্রে জানা গেছে। তবে ফ্লাইটের ৩১৩ জন যাত্রীর সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত সবাইকে ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়। পরে দুপুর পৌনে ২টায় অন্য আরেকটি ফ্লাইটে হজ যাত্রীদের জেদ্দা পাঠানো হয়। ফ্লাইটটির বেলা সাড়ে ১১টায় ঢাকা ত্যাগ করার শিডিউল ছিলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন।
No comments