রাজধানীতে চার নাইজেরিয়ানসহ আটক ৯
মানবপাচার ও প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার নাইজেরিয়ানসহ নয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার পরিচালক (ডিসি) মাসুদুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তারা মানবপাচারসহ বিভিন্ন ধরনের প্রতারণার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ডিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
No comments