মোহনগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জে কুকিলা আক্তার (৩২) নামের এক নারী মাদক কারবারিকে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকার পাংকা মামার মাজারের পাশের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুকিলা আক্তার পৌর শহরের টেংগাপাড়া এলাকার নয়ন আহম্মেদের স্ত্রী।
মোহনগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম জানান, কুকিলা দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। পৌরসভার টেংগাপাড়া এলাকার পাংকা মামার মাজারের পাশের রাস্তায় কুকিলা গোপনে ইয়াবা বিক্রি করছেন- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৭ পিস ইয়াবাসহ কুকিলাকে গ্রেপ্তার করা হয়।
এসআই আরো জানান, আজ বুধবার সকাল ১১টার দিকে নারী মাদক কারবারি কুকিলার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
No comments