Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    চিকুনগুনিয়ায় আক্রান্ত মেয়র খোকনের মা


    চিকুনগুনিয়ার জীবাণুবাহী মশা নির্মূলে যখন ঢাকা সিটি করপোরেশন হিমশিম খাচ্ছে তখন খোদ মেয়রের মা আক্রান্ত হয়েছেন এই রোগে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র সাঈদ খোকন নিজেই জানিয়েছেন এই খবর।
    শনিবার দুপুরে চিকুনগুনিয়া নিয়ে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে মেয়র বলেন, ‘আমার মা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। মায়ের বিষণ্ণ মুখ দেখে আজ এখানে এসেছি। তাই আমি অন্য মায়েদেরও কষ্ট বুঝি। আমার ওপর আস্থা রাখুন, আগামী ১০ দিনের মধ্যে চিকুনগুনিয়া মুক্ত করবো ইনশাআল্লাহ।’

    মেয়র খোকন বলেন, ‘এই ১০ দিনে পার্শ্ববর্তী এলাকা থেকে আসতে পারে চিকুনগুনিয়ার জীবাণু। আবার অল্প কিছু লোক আক্রান্ত হতে পারে। ১০ দিনে ৯৮ শতাংশ নিয়ন্ত্রণে আসতে।’ তাই এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র।
    প্রসঙ্গত, মেয়র সাঈদ খোকনের মায়ের নাম ফাতেমা হানিফ। তিনি ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের সহধর্মিনী।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad