Header Ads

Surfe.be - Banner advertising service
  • Breaking News

    বিএসএফ'র হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক

    নওগাঁর সাপাহার সীমান্তে মাহাবুর রহমান (৩২) নামের এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক মাহাবুর উপজেলার কলমুডাঙ্গা হাটখলা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে।
    এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার রাতের কোনও এক সময় মাহাবুর বাংলাদেশি গরু ব্যবসায়ীদের সঙ্গে ভারতে গরু আনতে যান। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কলমুডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় ভারতের আদাডাঙ্গা ৬০ বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া করে। এ সময়  অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মাহাবুর বিএসএফ'র হাতে ধরা পড়েন।
    এ বিষয়ে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডারের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এরপর ১৪ ব্যাটালিয়ন অধিনায়কের ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। বিএসএফ আটক গরু ব্যবসায়ীকে ভারতের বামনগোলা থানায় সোপর্দ করেছে বলেও স্থানীয়রা জানিয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে উপজেলার এক শ্রেণির চোরাকারবারি ভারত থেকে গরু আনতে মরিয়া হয়ে উঠেছে বলে উপজেলার অভিজ্ঞ মহল মনে করছেন। অচিরেই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে সীমান্তে হত্যার মতো ভয়ংকর ঘটনাও ঘটতে পারে বলে মহলটি মনে করছে।
    উল্লেখ্য, গত সপ্তাহে সাপাহার সীমান্তে ছয় বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছিল বিএসএফ। আটককৃতদের ভারতের বিভিন্ন থানায় সোপর্দ করা হয়। এখন পর্যন্ত তাদের কাউকে ফেরত পাওয়া যায়নি।

    No comments

    Post Top Ad

    Surfe.be - Banner advertising service

    Post Bottom Ad