‘রাজি’র জন্য আলিয়ার ‘লুক টেস্ট’
![]() |
| ইনস্টাগ্রামে পোস্ট করা আলিয়ার সেই ছবি |
হেয়ার স্টাইলিস্ট প্রিয়াংকা বোরকার ও মেকআপ আর্টিস্ট পুনিত বি সাইনিকে নিয়ে মজা করে একটি ছবি তুলে পোস্ট করেছেন তিনি। সেই সময় তাঁদের মজার আরেকটি ভিডিও আপলোড করেন পুনিত তাঁর ইনস্টাগ্রামে। মনে হচ্ছে আলিয়া সব সময়ই সহকর্মীদের সঙ্গে এভাবে আনন্দে মেতে থাকেন।
‘রাজি’ ছবিতে একজন কাশ্মীরি নারীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে।






No comments