ভিয়েতনাম সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
ভিয়েতনাম সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদশে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ভিয়েতনাম ন্যাশনাল অ্যাসেম্বলির আমন্ত্রণে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে গত ১৯ জুলাই ভিয়েতনাম যান স্পিকার। প্রতিনিধি দলে সংসদ সদস্য ইমরান আহমদ, পংকজ নাথ ও এ এম নাইমুর রহমান এবং জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ছিলেন।
এক সপ্তাহের সফরে স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট গুয়নে থি কিম গ্যান, ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়নে জুয়ান ফুক, ভিয়েতনামের স্টেট প্রেসিডেন্ট ট্রেন দাই কোয়াং এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেলের সঙ্গে বৈঠক করেন। ওইসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
No comments